ড্রাইভিং লাইসেন্স বিহীন অপ্রশিক্ষিত অবস্থায় মোটর সাইকেল চালনা, হেলমেট পরিধান না করা, দুয়ের অধিক যাত্রী পরিবহন করা, ফিটনেস বিহীন গাড়ি চালনা,অধিক গতি সহ সড়ক পরিবহন আইন, ২০১৮ না মানা ইত্যাদি কারনে মোটর সাইকেল দূর্ঘটনা বেড়ে চলায়
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি), রেজওয়ানা চৌধুরী কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১২ জুন সকালে উপজেলার বিভিন্ন সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আইনের বিভিন্ন ধারায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।