চাঁদপুর সদর মডেল থানা পুলিশের খাবার রান্নাকারী সানু বেগম ও তার স্বামী ইয়ার হোসেনকে ১২০০ পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ১৩ জুলাই ভোররাতে চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন রেলওয়ে এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শানু’র স্বামী ইয়ার হোসেন দীর্ঘদিন থেকে মাদক কেনাবেচা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহানারা বেগম শানুর (৪০) বাসায় অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ২০০ পিচ ইয়াবাসহ শানুর স্বামী ইয়ার হোসেনকে (৪৪) আটক করা হয়।
তিনি আরো জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম কয়েক দিন ধরে তাদের ওপর নজরদারি রাখছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। জানা যায়, শাহানারা বেগম শানু চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ব্যারাকে পুলিশের খাবার রান্না করা ও খাবার পরিবেশন কাজ করত। আর এই সুযোগে শানু ও তার স্বামী ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এমন অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তাকে এই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে ইয়াবা আটকের ঘটনায় পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।