ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

বড়স্টেশন মোলহেডে যানবাহন পার্কিংয়ের নামে চাঁদা আদায় বন্ধ

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১০, ২০২৩ ৪:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র (বড়স্টেশন মোলহেড)। এখানে চাঁদপুর জেলা এবং অন্য জেলা থেকে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী (পর্যটক) আসে। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে এখানে আসেন। মোলহেডে আসা পর্যটকদের বহনকৃত যানবাহন থেকে একদল অসাধু লোক রেলওয়ের লিজের নামে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছে। গতকাল অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। সে আলোকে তিনি গতকাল রোববার দুপুরে চাঁদা আদায়কারী লোকজনকে ডেকে চাঁদা না উঠানোর জন্য কঠোরভাবে নিষেধ করে দেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত মাসখানেক যাবত বড়স্টেশন মোলহেডে আসা যানবাহন থেকে গাড়ি পার্কিংয়ের নামে সর্বনিম্ন ৪০ টাকা থেকে যানবাহনের প্রকারভেদে সর্বোচ্চ ৬০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যানবাহন পার্কিংয়ের টাকা এতো বেশি কেনো জিজ্ঞেস করলে তাদের সাথে গালমন্দসহ খারাপ ব্যবহার করে টাকা আদায় করতো। চাঁদা আদায়কারীরা কম্পিউটারে ছাপানো রসিদ দিয়ে চাঁদা আদায় করতো। তাদের ছাপানো রসিদে লেখা ছিলো : বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র, রেলওয়ে গাড়ি পার্কিং, ইজারাদার গোলাম হোসেন জুয়েল। তারা মোটরসাইকেল থেকে ৪০ টাকা, সিএনজি থেকে ১০০ টাকা, প্রাইভেটকার থেকে ২০০টাকা, হাইচ/নোহা থেকে ৩০০ টাকা, বাস/ট্রাক থেকে ৬০০ টাকা করে আদায় করতো। তাদের কাছে প্রায়ই নারী পর্যটকরা নাজেহাল হওয়ার খবর পাওয়া যায়। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এই চাঁদাবাজি বন্ধ হওয়ায় দর্শনার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

এদিকে উন্মুক্ত পর্যটনকেন্দ্রে পর্যটকদের কাছ থেকে টাকা আদায় ‘সম্পূর্ণ বেআইনি’ ও এখতিয়ার বহির্ভূত চাঁদা আদায় বলে জানিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ জানান, চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে (বড়স্টেশন মোলহেড) রেলওয়ে ইজারদার নামে যে চাঁদা আদায় করা হচ্ছিল, তা বন্ধ করে দেয়া হয়েছে। কারণ তারা রেলওয়ে থেকে লিজ এনেছে, কিন্তু রেলওয়ে এখনো তাদের লিজ বুঝিয়ে দেয়নি। যতদিন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ লিজ বুঝিয়ে দিয়ে গাড়ি পার্কিং চার্জ ধার্য্য করে না দিবে ততদিন পর্যন্ত তাদের চাঁদা আদায় বন্ধ থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: