প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে গোপালগঞ্জ আর সুনামগঞ্জকে একই চোখে দেখার নজির সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী কথায় নয় বাস্তবেও সেই প্রমাণ দিচ্ছেন হাওরবাসীকে। ২০১১ সালে জেলার তাহিরপুরে এক কৃষক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন গোপালগঞ্জ আর সুনামগঞ্জ আমার কাছে সমান। উন্নয়ন ক্ষেত্রে পিছিয়ে পড়া হাওরবাসীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।
বঙ্গবন্ধু কন্যা হাওরবাসীকে যে কথা দিয়েছিলেন সেই কথাগুলো রেখে হাওরপাড়ের মানুষের ভরসাস্থল হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে সুনামগঞ্জের কৃতি সন্তান, হাওররত্ন, সাবেক সচিব ও সুনামগঞ্জ-৩ আসনের বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে হাওরবাসীর স্বপ্ন পুরণের দ্বার উম্মোচন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।