ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় চাঁদপুর পৌর ছাত্রদলের ৫ নেতাকে আটক করেছে পুলিশ

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ২৭, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার মহাসমাবেশে যোগ দিতে আসা চাঁদপুর ছাত্রদলের ৫ নেতাকে সদরঘাট থেকে আটক করেছে পুলিশ। ২৬ জুলাই বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান। আটক ছাত্রনেতারা হলেন- চাঁদপুর পৌর ছাত্রদল নেতা জিহাদ, মাকসুদ,  শাওন, নিলয় ও রাসেল।

এদিন বিকালে তারা লঞ্চযোগে ঢাকা সদরঘাটের লালকুঠি ঘাটে নেমে উপরে আসলে তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এর আগেও কুমিল্লাতে বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে যুবদল চাঁদপুরের একাধিক নেতা গ্রেফতার হয়ে বরণ কারা বরণ করেন বলে দলটির নেতারা জানিয়েছেন।

এদিকে,ঢাকার মহাসমাবেশে যোগ দিতে চাঁদপুর  বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী একত্রে না এসে খণ্ড খণ্ড ভাগে ঢাকায় এসে অবস্থান নিয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে কৌশল অবলম্বন করেছেন তারা।
মহাসমাবেশ ২৭ জুলাই হবার কথা থাকলেও একদিন পিছিয়ে শুক্রবার ২৮ তারিখ ঘোষণা করেছে দলটি। ঢাকায় পৌঁছে যাওয়া চাঁদপুর বিএনপির একাধিক নেতা জানান,যতই বাধা আসুক আর গ্রেফতার করুক সমাবেশ সফল করেই তারা ঘরে ফিরবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।