ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

সচিব ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা’র উপ-সচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়। জানা যায়, মো: ইসমাইল হোসেন এনডিসি সর্বশেষ খাদ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি গত ২৮ (আটাশ) বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খাদ্য মন্ত্রণালয়ে সচিব পদে যোগদানের পূর্বে তিনি বিভাগীয় কমিশনার, খুলনা,

অতিরিক্ত সচিব পদে ভূমি মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগে কাজ করেছেন। যুগ্ম সচিব পদে স্বাস্থ্য সেবা বিভাগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন। এছাড়া তিনি ২০১২-২০১৫ খ্রিস্টাব্দ প্রায় ০৩ বছর তিনি জেলা প্রশাসক, চাঁদপুর হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে কাজ করেছেন (২০০৯-২০১২)। এছাড়া তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে (RPATC) উপ-পরিচালক পদে ০৩ বছর (২০০৬-২০০৯) কাজ করেছেন। তিনি ২০১৭ খ্রিস্টাব্দে বাংলাদেশ ইকোনমিক জোনস্ অথরিটি এর সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দাগনভূঞা, ফেনী (২০০৩-২০০৬) এবং ফটিকছড়ি, চট্টগ্রামে (২০০৬- ২০০৭) কাজ করেন। সহকারী কমিশনার (ভূমি) পদে টেকনাফ, কক্সবাজার এবং হাজীগঞ্জ, চাঁদপুর এ দায়িত্ব পালন করেন।

তিনি ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে গত ১ এপ্রিল, ১৯৯৩ খ্রি. কক্সবাজার জেলায় সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে বিইউপি হতে এম.এস ডিগ্রি লাভ করেন। ২০১০ খ্রিস্টাব্দে ইউনিভারসিটি অফ ওয়েলভার হ্যাম্পটন,

ইউকে থেকে চেঞ্জ ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বৈদেশিক প্রশিক্ষণ এবং সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে নেপাল, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

তিনি ঢাকা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: