৫ সেপ্টেম্বর শহীদি মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে শহীদী মার্চ পালন করবে ছাত্র-জনতা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টা এ কর্মসূচি পালন করা হবে।
চাঁদপুরে অবস্থানরত সকলকে শহিদ মিনারে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা সর্বস্তরের ছাত্র জনতাকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।