ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

১৫ দিনের ব্যবধানে বাংলাদেশের ভারত সিরিজ, কবে কোথায় খেলা?

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ শেষ করেছে দারুণভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছ থেকে ফিরে আসার পর এমন এক জয় নিশ্চিতভাবেই ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তিদায়ক। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট এবং সিরিজ হারানোর অভিজ্ঞতা পেয়েছে টাইগার ক্রিকেটাররা।

তবে খুব বেশি সময় বিজয় উদযাপন করার সুযোগ থাকছে না বাংলাদেশের সামনে। ১৫ দিনের ব্যবধানে আবার মাঠের ক্রিকেটে ফিরতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। এবারের পরীক্ষাটা অবশ্যই আরো বড়। বাংলাদেশকে খেলতে হবে প্রতিপক্ষ ভারতের মাঠে। সেখানে অবশ্য টেস্ট ছাড়াও থাকছে টি-টোয়েন্টি সিরিজ। ভারতের বিপক্ষেও বাংলাদেশকে শুরুতে খেলতে হবে টেস্ট সিরিজ।  আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। স্পিনসহায়ক এই মাঠে প্রথম টেস্টের পর বাংলাদেশ চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।

দুই টেস্টের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে টি-টোয়েন্টি সিরিজ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এই সিরিজ নিশ্চিতভাবেই কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য। ৬ তারিখ প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও, সেখানে এখন চলছে সংস্কার কাজ। পরের দুই ম্যাচ ৯ এবং ১২ অক্টোবর। ৯ তারিখের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর ১২ তারিখের ম্যাচের ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

   টেস্ট সিরিজ

    ১ম টেস্ট-১৯ সেপ্টেম্বর-চেন্নাই

    ২য় টেস্ট-২৭ সেপ্টেম্বর-কানপুর
টি-টোয়েন্টি সিরিজ

    ৬ অক্টোবর-গ্বালিয়র

    ৯ অক্টোবর-দিল্লি

    ১২ অক্টোবর-হায়দরাবাদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: