ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

লাশের উপর লাশ উঠানো ভাইরাল ভিডিওটি আশুলিয়া থানার

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ৩১, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভ্যানে লাশের স্তূপের উপর লাশ উঠানো ভাইরাল ভিডিওটি আশুলিয়া থানার। ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এটি সাভারের আশুলিয়া থানার সামনের ভিডিও বলে জানা গেছে।

ধারন করা ভিডিওটির চিত্রে দেওয়ালে থাকা একটি পোস্টার দেখে আশুলিয়া থানার সামনের ভিডিও বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল হওয়া ভিডিও’র সাথে হুবহু মিল পাওয়া যায়।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুইজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে থাকা লাশের স্তূপের উপর আরও একটি লাশ নিক্ষেপ করছেন। ভিডিওটিতে দেখাযায় এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়।

ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে ।
ভাইরাল হওয়া ভিডিওটির তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশুলিয়া প্রেসক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সাথে মিলে যায়। ওখানে সেই পোস্টারটি এখনও দেয়ালে রয়েছে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্হানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট সকাল থেকেই চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাইপাইল এলাকায় জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ডমাইক দিয়ে আত্মসমর্পণ করেন উপস্থিত আন্দোলনকারী ছাত্র জনতার কাছে । আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকে। এসময় পুলিশ গুলি চালাতে থাকে।
এ ঘটনার বিষয়ে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলেও কেউ মুখ খুলতে চাননি ।

তবে এ ঘটনাটি বিকেল ৪টার দিকে ঘটানো হয়েছে বলে স্হানীয়দের অনেকেই জানিয়েছেন । এসময় আন্দোলনকারী ছাত্র-জনতার উপর পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়।
এ ঘটনার বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকালে ভিডিওটি আমি দেখেছি। এটি অ্যানালাইসিস করা হচ্ছে। তিনি এ ঘটনার বিষয়ে আরও কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গেলো জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন তারা। পরে শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এসময় পুলিশ আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে সরাসরি গুলি চালায় । এঘটনায় ৫ আগস্ট ভ্যানে তোলা লাশের স্তুপের লাশের হিসাব ছাড়াও শুধু আশুলিয়ায় ১৫ জনের মৃত্যু হয়। সূত্র: সবুজ বাংলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: