ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুরে পুলিশের ৭ মামলায় গ্রেপ্তার ৮১

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ৩, ২০২৪ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চাঁদপুরেও ঘটে যায় কয়েকটি সহিংস ঘটনা। এসব তাণ্ডব ও সহিংস ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দুইটি, হাজিগঞ্জ থানায় চারটি ও শাহরাস্তি থানায় ১টিসহ মোট ৩ থানায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় আসামী হিসেবে এ পর্যন্ত বিএনপি-জামাতের ৮১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
শুক্রবার (২ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ মনিরুল ইসলাম।
তিনি জানান, গত ১৮ জুলাই চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহিংসতার ঘটনায় ৩ থানায় ৭টি মামলা হয়। এসব মামলায় এই পর্যন্ত ৮১ জন আসামীকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘন্টায় কোনো গ্রেপ্তার নেই। চাঁদপুর জেলা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
এদিকে গত ১৮ জুলাইয়ের পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়ে আসছে। তবে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ‘রিমেম্বার দ্যা হিরোস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা করে ছাত্রলীগের কর্মীরা। ওই ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়। এরপর শুক্রবার (২ আগস্ট) শিক্ষার্থীরা জেলার কোথাও কর্মসূচি পালনে মাঠে নামেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: