নয়টি নাট্য সংগঠন নিয়ে গঠিত চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সভা ৩০ জুলাই শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকদেব রায়ের পরিচালনায় সভার শুরুতেই অনন্যা নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পী টোটন চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সভাপতি শহীদ পাটোয়ারী বিগত কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী কর্মপরিকল্পনার বিষয় সংগঠনের নেতৃবৃন্দের মতামত চান। আগামী পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করেন শরীফ চৌধুরী, তপন সরকার, গোবিন্দ মন্ডল, মুজিবুর রহমান দুলাল, এম আর ইসলাম বাবু, তবিবুর রহমান রিংকু, হাবিবুর রহমান, মাহাবুব আলম, মৃনাল সরকার, হারুনর রশিদ ডাাাক্তা, পিএম বিল্লাল, আলমগীর হোসেন, উজ্জ্বল হোসাইন, সাধন চন্দ্র, সপ্তমী দত্ত প্রমুখ। আলোচনার উপর সাংগঠনিক ভাবে বেশ কিছু কর্মসূচীর নেয়া হয়।
পরে বিগত কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সর্ব সস্মতি ক্রমে শহীদ পাটোয়ারীকে সভাপতি ও শুকদেব রায়কে সাধরণ সম্পাদক করে আগামী দু’ বছরের জন্য চাঁদপুর থিয়েটার ফোরামের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কার্যনির্বাহী পরিষদে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গোবিন্দ মন্ডল, তপন সরকার, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মৃনাল সরকার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন, কোষাধ্যক্ষ এম আর ইসলাম বাবু, প্রচার সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, দপ্তর সম্পাদক সাধন চন্দ্র দত্ত। কার্যনির্বাহী সদস্যরা হলেন: শরীফ চৌধুরী, হাবিবুর রহমান, মুজিবুর রহমান দুলাল, তবিবুর রহমান রিংকু, পিএম বিল্লাল, কার্তিক সরকার, আলমগীর হোসেন পাটোয়ারী, সপ্তমী দত্ত।
সভায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চাকেন্দ্রের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক হারুন আল রশীদসক কার্যনির্বাহী পরিষদের সকল
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।