চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, চাঁদপুর কর আইনজীবী সমিতির আজীবন সদস্য এবং চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ সাইয়েদুল ইসলাম বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। রোববার বাদ আসর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিচার বিভাগের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবীসহ সুধীজন এবং মুসল্লিরা অংশ নেন।
অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু গতকাল ২৮ জুলাই রোববার সকাল সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জেলা ও দায়রা জজকোর্টে ফুলকোর্ট রেভারেন্সসহ আইনজীবী সমিতিতে শোকসভা আয়োজন করা হয়।
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর পিতা জেলা আওয়ামী লীগ ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম। তিনি সপরিবারে বসবাস করতেন চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়া এলাকায়।
১৯৭০ সালের ২৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন সাইয়েদুল ইসলাম বাবু। জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৭ সালের ১২ আগস্ট যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সমিতির সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস নার্গিস সুলতানা, একমাত্র ছেলে সাঈদ আল-মুকতাদীর, ২ ভাই ও দুই বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে যান। তাঁর ছোটভাই হচ্ছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। রোমান জানান, গত দুই মাস ধরে তাঁর মেজোভাই বাবু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফুসফুসে ইনফেকশনজনিত কারণে অসুস্থ ছিলেন।
চিকিৎসাকালীন প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তীতে গত ৮ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেন।
রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে অ্যাডভোকেট সাইয়েদুল ইসলামের কর্মস্থল চাঁদপুর জেলা জজ আদালত ও আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর মরদেহ আনা হয়। এ সময় তাঁর সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁর অকাল মৃত্যুতে আইনজীবীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সদস্য ছিলেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন।
জানাজায় সর্বস্তরের মানুষের ঢল
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে বাদ আছর চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ ঈদগাহে মরহুমের প্রথম জানাজার নামাজ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
জানাজায় বিচার বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, সংগঠনের সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, সুধীজন, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরহুমের জানাজাস্থল এলাকা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। সেখানে প্রথম দফা জানাজায় বিভিন্ন দল-মতের অসংখ্য মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের জানাজার নামাজ পড়ান ঐতিহাসিক চাঁদপুর বেগম মসজিদের খতিব ও ইমাম মুফতি মাহবুবুর রহমান।
জানাজার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবদুল হান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ, পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম সেন্টু ও ছোট ভাই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় জানাজার নামাজে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ রুহুল আমিন, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জহির উদ্দিন বাবরসহ চাঁদপুরের সকল স্তরের বিশিষ্টজন ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা প্রমুখ।
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির শোক
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুকে আলিঙ্গন করবে এটাই চির সত্য। কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু অনেক কষ্টের ও বেদনার। সাইয়েদুল ইসলাম বাবুর পরিবারের কাছে চাঁদপুরের আওয়ামী লীগ অনেক ঋণী। তাই এই পরিবারের কোনো সদস্যের মৃত্যু আওয়ামী লীগের জন্য অনেক বড় ক্ষতি। সাইয়েদুল ইসলাম বাবু ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি প্রতিনিয়ত তার চিকিৎসার খোঁজ খরব নিয়েছি, চিকিৎসকদের সাথে কথা বলেছি, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এই বয়সে বাবু আমাদের ছেড়ে চলে যাবে এটা ভাবতেই অনেক কষ্ট লাগে। তারপরও আল্লাহ রাব্বুল আলামীনের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে। মরহুমকে যেনো আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন এই দোয়াই আমরা করবো। তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি যেনো আল্লাহ সহায় হোন এই কামনা করছি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মেয়র জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
চাঁদপুর কর আইনজীবী সমিতি
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু সহ সমিতির অন্যান্য সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুর প্রেসক্লাব
জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর রোটারী ক্লাব
চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রোটাঃ মাহাবুবুর রহমান সুমন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রোটাঃ বাবুর মৃত্যুতে জেলাবাসী একজন নিঃস্বার্থ সমাজসেবক ও বলিষ্ঠ সংগঠককে হারালো।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন এবং সাধারণ সম্পাদক রোঃ ওবায়েদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফরিদগঞ্জ পৌরসভার মেয়রের শোক
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের শোক সইবার সামর্থ্য প্রদানের জন্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
জেলা আইনজীবী সমিতি
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এ.এন. এম. মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির শোক
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফরিদগঞ্জের এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের শোক
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও স্পেশাল পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ রোটারী ক্লাব, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোক বার্তায় সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের শোক সইবার সামর্থ্য প্রদানের জন্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।