চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আমাদের উন্নয়ন কাজে অনিয়ম বা নিম্নমান সহ্য করবো না। যারা এসব কাজে জড়িত (ঠিকাদার), তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং যে ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠবে, আমরা সেই ডিপার্টমেন্টের বিরুদ্ধেও ব্যবস্থাগ্রহণ করবো। জনগণের টাকায় সরকার উন্নয়ন করছে। আমি চাচ্ছি সেই কাজ উন্নত হতে হবে। যারা এসব কাজ করে তারা হারাম খায়, তারা জনগণের শত্রু, দেশের শত্রু। গতকাল মঙ্গলবার ১১ জুন তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর অলিপুর সৈয়দ আহম্মদ সড়ক (কৈয়ারপুল-উটতলী সড়ক) হতে অলিপুর বাজার মীর বাড়ি সড়কের উদ্বোধন ও পৌরসভাধীন দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। তার পরবর্তীতে যতগুলো প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে, সেসব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানসহ বই ও বৃত্তি প্রদান করছে সরকার।
তিনি বলেন, শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশে পাঠদানের জন্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৃষ্টিনন্দন একাডেমিক ভবনসহ সব ধরনের উন্নয়ন কাজ করেছে এবং করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় হাজীগঞ্জ ও শাহরাস্তিতে প্রায় সাড়ে ছয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং প্রায় শতাধিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও আরও কিছু ভবন নির্মাণের ডিও লেটার পাঠানো হয়েছে।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
উপজেলার সদর ইউনিয়নের উত্তর অলিপুর সৈয়দ আহম্মদ সড়ক (কৈয়ারপুল উটতলী সড়ক) হতে অলিপুর বাজার মীর বাড়ি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোটাঃ ইউসুফ প্রধানীয়া সুমন ও পৌরসভাধীন দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, জেলা পরিষদের সাবেক সদস্য হাজী জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সেলিম, আবু নাছের আদনানসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিব, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর ও রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী ও সুমন তপদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ মজুমদার, মোঃ আবু তাহের, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।