ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের কমিটি গঠন

রূপসী বাংলা ২৪.কম
মে ১১, ২০২৪ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ত্রি- বার্ষিক সম্মেলনে মনিরা আক্তার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার শহরের নজরুল ইসলাম সড়কের জেলা মহিলা সংসদ কার্যালয়ে সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনিরা আক্তার ছাড়াও‌ সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ট্রেজারারসহ ১১ সদস্যের কমিটি গঠিত হয়।‌

নির্বাচন পূর্ববর্তী ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা মনিরা আক্তার। তিনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিশিষ্ট সাংবাদিক ও যুগান্তরের সিটি এডিটর মিজান মালিককে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন।

পরে কমিশন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করে। নির্বাচন কমিশন ২১জন সদস্যের মাঝে নির্বাচনের আয়োজন করে। সব সদস্যের উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের নাম উপস্থাপন করেন। তবে‌ কোন পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন মনিরা আক্তারসহ নতুন কার্যনির্বাহী কমিটির সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
নতন কমিটির নির্বাচিতরা হলেন -সভাপতি মনিরা আক্তার, সিনিযর সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ সভাপতি জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ জাহিন আক্তার। এছাড়া সদস্যরা হচ্ছেন : আফরোজা জাহান আখন্দ, জোহরা আনোয়ার হিরা, ফেরদৌসি বেগম আলো,সায়রা হক কাকলী, রাশেদা আক্তার, নাজমা আলম ও জাহানারা আহমেদ। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

নতুন কমিটিকে সঅভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মিজান মালিক, জেলা মহিলা সংস্থার উপ পরিচালক ও নির্বাচন কমিশনার নাসিমা আক্তার, নির্বাচন কমিশনার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নির্বাচন কমিশনার ও যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির, পাপড়ি বর্মণ,তানিয়া ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: