ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

কচুয়ায় যুবলীগ নেত্রী ফারহানা পারভীন ও তার স্বামী গ্রেফতার

রূপসী বাংলা ২৪.কম
এপ্রিল ৪, ২০২৪ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বশির উল্যাহ প্রধানকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, আলোচিত ফারহানা পারভীন ও তার স্বামী হান্নান মুন্সিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর থেকে তাদের আটক করে চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় হামলার শিকার ইউপি সদস্য মোঃ বশির উল্যাহ প্রধান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ০৩, তারিখ : ০৩.০৪.২৪ খ্রিঃ।
বাদীর মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউপি সদস্য বশির উল্যাহ প্রধান মঙ্গলবার রাতে শ্রীরামপুর বাজারে আফাজ উদ্দিন মানিকের দোকানে ভিজিএফের চাল বিতরণ নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে বিবাদীগণ ঘটনাস্থলে এসে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল হান্নান মুন্সি ও তার স্ত্রী উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদিকা ফারহানা পারভীন তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন ও হত্যার চেষ্টা করেন। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে বিবাদীগণ পালিয়ে যায়। পরে আহত ইউপি সদস্য বশির উল্যাহ প্রধানকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্য বশির উল্যাহ প্রধানকে মারধরের ঘটনার মামলায় তাদের স্বামী-স্ত্রীকে আটক করে বুধবার চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: