মাত্র ১৪৮ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছর ৫ মাস বয়সী শাহরাস্তির তৌহিদুল হাসান তাহসিন। শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদ্রাসার ছাত্র তাহসিন। ১ এপ্রিল সকালে ওলামায়ে কেরাম ও মেহমানদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাহসিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহফুজুর রহমান বুলবুলী, তাহসিনের এ কৃতিত্বে শোকরিয়া আদায় করেন।
তাহসিন শাহরাস্তি উপজেলার দশনাপাড়া গ্রামের ইমাম হোসেনের ছোট ছেলে। ৪ ভাই-বোনের মধ্যে তাহসিন সবার ছোট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।