ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ট্রলার হতে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

রূপসী বাংলা ২৪.কম
মার্চ ২৫, ২০২৪ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার হতে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। ২৪ মার্চ রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন সকালে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল থেকে আলুবাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলারে দুজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাদ শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারিরা রুট পরিবর্তন করে নদীপথে ট্রলারে গাঁজা পাচার করছে। ইতিমধ্যে পাচারকালে কয়েকটি চালানও ধরা পড়ে। কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান চাঁদপুর হয়ে শরিয়তপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে যায় তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: