ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির দলিল হস্তান্তর অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা

রূপসী বাংলা ২৪.কম
মার্চ ২৫, ২০২৪ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ রোববার বিকেল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, রাফিউ হাসান হামজা, মোঃ শাহ আলম, আবু মুসা আল শিহাব, আহসান হাবীব প্রমুখ।
সভায় আগামী ২৬ মার্চ বিকেল ৩টায় প্রেসক্লাবের ক্রয়কৃত সম্পত্তির দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের আজীবন সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: