হাজীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। শনিবার (১৬ মার্চ) পরিদর্শনে থানায় আগমন করলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার হাজীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে হাজীগঞ্জ থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে পুলিশ সুপার হাজীগঞ্জ থানার অফিসার ও ফোর্সদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ হাজীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।