চাঁদপুর শহরের জিটি রোড দক্ষিণ এলাকায় রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে দেখা যায় একটি বাড়ির কবরস্থানের বাউন্ডারি দেয়াল পৌরসভার রাস্তার উপর। রাস্তা প্রশস্ত করতে হলে কবরস্থানের দেয়াল ভাংতে হবে। মেয়রের নির্দেশনায় তাই করা হলো। অর্থাৎ দেয়াল ভেঙ্গে পৌরসভার রাস্তা ছেড়ে দিয়ে পুনরায় নতুন দেয়াল নির্মাণ করে দেয়া হচ্ছে। আর এ কাজটি করা হচ্ছে পুরোপুরি পৌরসভার অর্থায়নে। এতে কবরস্থানেরও কোনো ক্ষতি হচ্ছে না। এই বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ সরজমিনে দেখতে যান পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।