ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

জেলি মিশানো ৩৬০ কেজি চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট

রূপসী বাংলা ২৪.কম
মার্চ ১০, ২০২৪ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ৩৬০ কেজি চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়্যারলেস বাজারের একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। শুক্রবার চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড শহরের ওয়্যারলেস বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ৩৬০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। জেলিযুক্ত চিংড়িগুলো খুলনা হতে এসেছে। তবে চিংড়ির মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: