ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

জাটকা ধরায় চার জেলে আটক

রূপসী বাংলা ২৪.কম
মার্চ ১০, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরায় ৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় জব্দ করা হয় একটি মাছ ধরার নৌকা, ৯০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২৫ কেজি জাটকা।
৯ মার্চ শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।
আটজ জেলেরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাবু মান (৩৫), আমির মাতব্বর (৩৩), শাহজামাল বেপারী (৩২) ও মোঃ খলিল খাঁ (৩৬)।
ওসি কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে জাটকা ধরা অবস্থায় সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে এসব জেলেকে আটক করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।