চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাম ঘোষ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির রেজিস্ট্রার থেকে জানা গেছে, ওই যুবক চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের নারায়ণ ঘোষের ছেলে। হাসপাতালের জরুরি বিভাগে কথা বলে জানা গেছে, ওই যুবক অনেকটা মানসিক রোগী ছিলেন। জানুয়ারির ৩১ তারিখ কোনো এক পথচারী তাকে হাসপাতালে এনে ভর্তি করেন। তবে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার পরিবারের কাউকেই আসতে দেখা যায়নি। তার মৃত্যুর পর থেকে তার কোনো আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকেই হাসপাতালে এসে তার খোঁজ নেননি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের চিকিৎসক মো. সাকিব জানান, রাম ঘোষ ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না। তার মানসিক সমস্যা ছিল। এতদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুবক রাম ঘোষের মৃত্যুর বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।