ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

হাজীগঞ্জ ফোরামের তিনদিনের বই মেলা উদ্বোধন

রূপসী বাংলা ২৪.কম
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

যে কোনো পাঠক বই পড়ার মাধ্যমে নিজে আত্মতৃপ্তি পেতে পারেন। বইয়ের প্রতি সবার কম-বেশি ভালোবাসা আছে। বছরের প্রথম দিন আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বই পড়ুন, জ্ঞান আহরণ করুন, দেখবেন সমাজ ব্যবস্থা পাল্টে যাবে। আমরা বইয়ের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছি। টেক্সট বুক আজকে ফেসবুকে চলে গেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব উল আলম লিপন। এ সময় প্রধান অতিথিসহ অন্য নেতৃবৃন্দ বই মেলার সকল স্টল ঘুরে ঘুরে দেখেন।
১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভার্স পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ। ফোরামের সদস্য জাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ফোরামের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক অধ্যাপক এস.এম. চিশতী, সাংগঠনিক সম্পাদক ও মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মোঃ হুজাইফা ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ মোঃ আজাদ হোসেন মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলসহ অন্য অতিথিবৃন্দ এবং হাজীগঞ্জ ফোরামের সদস্যসহ অন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কাল ২১ ফেব্রুয়ারী গুণী লেখকদের সাহিত্য সম্মাননা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ মেলা। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তিতুল্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: