ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

হাজীগঞ্জে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ

রূপসী বাংলা ২৪.কম
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ সবাইকে চিকিৎসা দিতে হয়েছে। বুধবার মাদ্রাসার বিরতি চলাকালে এ ঘটনা ঘটে উপজেলার বাকিলা ফাজিল মাদ্রাসায়। অসুস্থ সবাই ১০ম, ৯ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন ১০ শ্রেণির ইতি, সুমাইয়া, ৯ম শ্রেণির হামিদা, শারমিন, জান্নাত, ফাতেমা রাশিদা, ৮ম শ্রেণির হালিমা ও রহিমা।
প্রত্যক্ষদর্শী ৮ম শ্রেণির নাজমা জানান, বিরতির সময় আমরা কমনরুমে নামাজ পড়ার সময় হঠাৎ করে শারমিন কাঁপতে কাঁপতে শ^াসকষ্টে ভুগতে দেখা যায়, এর পর হালিমাসহ অনেকজন অসুস্থ হয়ে পড়ে।
মাদ্রাসার অভিভাবক নজরুল ইসলাম লিটন জানান, মেয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে আড়াইটার দিকে মাদ্রাসায় এসে দেখি, মেয়েকে মাদ্রাসার পাশের একটি ফার্মেসীতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
প্রাথমিক চিকিৎসা দেয়া গ্রাম চিকিৎসক হাফেজ মনির হোসেন জানান, অসুস্থ সবার শ্বাসকষ্ট দেখা গেছে। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
মাদ্রাসা অধ্যক্ষ ওমর ফারুক জানান, বিরতির সময় এক এক করে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সবার অভিভাবককে খবর দিয়ে আনা হয়েছে। এখন সবাই সুস্থ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখার জন্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: