টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। ১৩ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ডিগ্রি কলেজ ও ইউনিয়নের জনগণ তাকে এই সংবর্ধনা প্রদান করে।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান বলেন, টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে তাদের ভালোবাসায় আবদ্ধ করে ফেলেছে। আমি জনগণের সেবাকে এবাদত হিসেবে নিয়ে কাজ করছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার লক্ষ্য একটাই ফরিদগঞ্জ উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা।
আমি একদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর করোনা মহামারির কারণে উন্নয়ন ব্যাহত হয়েছে। আপনারা সকলে মিলে আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলকে আধুনিক এলাকায় রূপান্তরিত করবো। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে আমি বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই অঞ্চলে নারী শিক্ষার প্রসারে কলেজটি অবদান রাখছে।
তিনি আরো বলেন, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দেশকে পৃথিবীর মধ্যে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। সেজন্য আমাদের শিক্ষার্থীদের আগামীর শেখ হাসিনা হিসেবে নিজেদের তৈরি করতে হবে। তাদের সাথে সাথে আমাদেরকেও সৎ, আদর্শবান, কর্মঠ এবং দেশপ্রেমিক হতে হবে। এদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়তে সকলকে অবদান রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে, নেতৃত্ব যদি সৎ হয়, নেতৃত্ব দুর্নীতিমুক্ত হয়, তাহলে একটি সমাজ এগিয়ে যায়। যার সবচেয়ে বড় উদহারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার গতিশীল নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ বিশে^র দরবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাকে যোগ্য সহযোগিতা করতে তোমাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনিই পারেন। তার একজন কর্মী হিসেবে আমিও পারবো, ফরিদগঞ্জকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবো।
আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া, শিল্পপতি মোঃ ফয়েজ আহম্মেদ মোল্লা, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, গল্লাক কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে আলম লিমন প্রমুখ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহাম্মেদ সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শরাফত উল্লাহ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান ভদ্র, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, আনোয়ার হোসেন খোকন আখন্দ, এস.এম. টেলু পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য আনোয়ার হোসেন বিপ্লব, রাশেদ পাটওয়ারী প্রমুখ।
এর আগে সংর্বধিত অতিথি ও বিশেষ অতিথিদের সংর্বধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।