হাইমচরের চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ১টি এক্সেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্টুন জব্দসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক ১১টার সময় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর শাখা হাইমচর উপজেলাধীন চরভৈরবী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সেকেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্টুন জব্দসহ ১১ জনকে আটক করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত এক্সেভেটর ও পন্টুন বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর-এর হেফাজতে কয়লা ঘাট পন্টুনে এবং জব্দকৃত বাল্কহেড চাঁদপুর বিসিজি পন্টুনে রাখা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।