কুমিল্লায় দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সাথে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন। ১১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহানারা বেগম (৫৫), পিযুজ মন্ডল (২৮), মোঃ শফিউল্লাহ (২৪), ইসমাইল হোসেন (৩৮) এবং মনির হোসেন (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার আমিরাবাদ ও কচুয়া উপজেলা আঞ্চলিক সড়কের দাউদকান্দি অংশে একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী আহত ও নিহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আহত ও নিহতদের পরিচয় সংগ্রহ করা হচ্ছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।