চট্টগ্রাম বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ নবীরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা। চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত সর্বমোট ৩১টি ইভেন্টের মধ্যে চাঁদপুর জেলা প্রায় ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করে ৭টি পুরস্কার জিতেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।