ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

বিশ বছর পালিয়েও রক্ষা পেলেন না সিরাজ গাজী

রূপসী বাংলা ২৪.কম
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ বিশ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মোঃ সিরাজ গাজী (৫৫) নামের এক ব্যক্তি। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একইভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়লো কাদির পাটওয়ারী (৩৫) আরেক অভিযুক্ত। ৯ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/২০০০ মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত অপর আসামী কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/১১ মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ৬ বছর পলাতক ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর ১০ ফেব্রুয়ারি শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই একজন ২০ বছর পলাতক ছিলেন, অপরজন ৬ বছর পলাতক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: