ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

একমাসেও খোঁজ মিলেনি কলেজ ছাত্রী মাঈশার

রূপসী বাংলা ২৪.কম
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিখোঁজ হওয়ার একমাস পরেও খোঁজ মিলেনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মাঈশা মেহজাবিনের (১৯)। গত জানুয়ারি মাসের ৫ তারিখে বাড়ি থেকে বের হয়ে বাসায় ফিরে আসেনি সে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম সাংবাদিকদের জানান, গত ৫ জানুয়ারি মাঈশার মা নার্গিস ফাতেমা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর এটি তদন্ত করার জন্যে দায়িত্ব দেয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমকে। এছাড়া মাঈশার নিখোঁজের তথ্য দেশের সকল থানার ওসিদেরকে দেয়া হয়। কোনো থানা থেকে সাড়া মিলেনি এবং তথ্য পাওয়া যায়নি।
ওসি বলেন, মাঈশা কোনো মোবাইল ব্যবহার করে না। যে কারণে কাজটা কিছুটা জটিল হয়েছে। তদন্তকারী কর্মকর্তার দেয়া তথ্য মতে তার মানসিক সমস্যাও ছিল। তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত আছে।
মাঈশার ভাই নাফিস মাহমুদ বলেন, আমার বোনের মানসিক সমস্যা ছিল। এজন্যে তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে আমি তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মিলেনি।
নিখোঁজ ডায়েরিতে উল্লেখ করা হয়-মাঈশা মেহজাবিন, পিতা : মৃত মো. মহসীন, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: