চাঁদপুরের হাজীগঞ্জে বাহারি রঙের ফুলকপি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলামকে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় লাল, বেগুনি ও সাদা ফুলকপি দিয়ে তাকে অভ্যর্থনা জানায় উপজেলা প্রশাসন।
এমন ভিন্নধর্মী অভ্যর্থনা পেয়ে রফিকুল ইসলাম বলেন, আপনাদের এমন ভালোবাসায় সত্যিই আমি অভিভূত। কৃষি প্রধান বাংলার শস্য দিয়েও যে ভালোবাসা দেয়া যায় তা আগে জানা ছিলো না, এভাবেই নিত্য নতুন কিছুতে উদ্ভাবনে বদলে যাবে সব।
বাহারি রঙের ফুলকপি দিয়ে এমপিকে শুভেচ্ছা জানানোকে বেশ ইতিবাচক চোখে দেখছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক ড. সাফায়াতে সিদ্দিকী।
তিনি বলেন, লাল, বেগুনি ও সাদা এই তিন রঙের ফুলকপি। শুধু অতিথি বরণ নয়, সঙ্গে খাবারের জন্যও বেশ উপযোগী। তাছাড়া পুষ্টিগুণে সমৃদ্ধ বাহারি রঙের এসব ফুলকপি। এবারই প্রথম চাঁদপুরের হাজীগঞ্জের দুজন কৃষক পরীক্ষামূলক এই ফুলকপি চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামী মৌসুম থেকে জেলার অন্য উপজেলাগুলোতেও এমন বাহারি রঙের ফুলকপি চাষ সম্প্রসারণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব উল আলম লিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।