শাহরাস্তি প্রেসক্লাব গঠনের পর প্রথমবারের মতো ৪ দিনের আনন্দ ভ্রমণ শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি রাতে জমকালো আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। এর পূর্বে আনন্দ ভ্রমণ উপলক্ষে ক্যাপ ও কোট পিন পরিয়ে আনন্দ ভ্রমণের শুভ সূচনা করেন শাহরাস্তি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডঃ ইলিয়াস মিন্টু। রাত ১১টায় আনন্দ ভ্রমণের জন্য ব্লেজার বিতরণ করেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ। এরপর আতশবাজি ফুটিয়ে আনন্দঘন পরিবেশে কক্সবাজারের উদ্দেশ্যে ১শ’ জনের বহর নিয়ে দুটি বাস ছেড়ে যায়। সকাল সাড়ে ৮টায় কক্সবাজারে এসে পৌঁছে প্রেসক্লাবের সদস্যগণ। শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে এমন আনন্দ ভ্রমণ এবারই প্রথম। সপরিবারে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ কক্সবাজারে ৩ দিন অবস্থান করবেন। এ সময় বিভিন্ন স্থান পরিদর্শনসহ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার থেকে শাহরাস্তির উদ্দেশ্যে রওনা দিবে। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল আনন্দভ্রমণ সফল করার জন্যে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমসহ সকল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।