চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চাঁদপুর রোটারী ক্লাবের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইনের পরিচালনায় সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপ্রধানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম পিএইচএফ ও অ্যাসিসটেন্ট গভর্নর রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতে অসহায় ও সুবিধা বঞ্চিত অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের সেবামূলক কাজের অংশ হিসেবে শীতার্তদের কম্বল দিতে পেরে আমরা আনন্দিত। এই মহতী কাজে সহযোগিতার জন্যে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর রোটারী ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও ডেপুটি গভর্নর রোটাঃ নাসির উদ্দিন খান পিএইচএফ, রোটাঃ আলহাজ্ব হাফিজ মিয়া পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, রোটাঃ শাহীন আক্তার, ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান আরএফএসএম, সদস্য রোটাঃ গাজী মহসীন কাদের আরএফএসএম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।