মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ঔষধ পাওয়ায় চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৮ জানুয়ারি রোববার দুপুরে এই অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
এ সময় মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ফারিন ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান টিমের সাথে জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।