চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪-এ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাঠের খেলা সুস্থ ও সুঠাম দেহ গঠনের পাশাপাশি বুদ্ধিমত্তার উৎকর্ষ সাধন করে। তাই মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় সময় দিতে হবে। তিনি আরও বলেন, আজকে শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। আমাদের নতুন প্রজন্ম তরুণ-তরুণীদের শুধু মোবাইল ফোনে স্মার্ট হলে হবে না, যথাযথ জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধিসহ সকল কাজে স্মার্ট হতে হবে। তবেই আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ভিশন আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবো।
জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।