কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই সামছুল আলম কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আমিন মিয়ার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সদস্য রাকিব (২০)কে গ্রেফতার করে। এ সময় দেশীয় অস্ত্র ৩টি রাম দা, রড ও কাঠের রোল (লাঠি) উদ্ধার করে।
ডাকাত সদস্য রাকিব একই উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামের বজলু হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাত সদস্যকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।