নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর গুরুত্বপূর্ণ চার মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো— আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২২ জানুয়ারি সোমবার এসব কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ সদস্যের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।
এ ছাড়া, ১২ সদস্যের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে ১৩ সদস্যের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও ১৩ সদস্যের। এ কমিটিরও আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।