মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, শুধু সরকার নয় স্থানীয়ভাবে যারা বিত্তশালী রয়েছেন এমন প্রতিটি নাগরিকের উচিত তীব্র শীতের কবলে পড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার করার চেষ্টা অব্যাহত রেখেছি। সুষম বণ্টন যাতে হয়, সেজন্য প্রতিটি ইউনিয়নে আমাদের নিজেদের প্রতিনিধিরা শীতবস্ত্র বুঝে নিচ্ছেন। তারা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিবে।
শুক্রবার সন্ধ্যায় তিনি উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে প্রতিটি ইউনিয়নে বিতরণের জন্য ইউনিয়ন প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেয়ার সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, আঃ সাত্তার পাটওয়ারী, খোকন আখন্দ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।