ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ফরিদগঞ্জে এবার জনপ্রতিনিধি পরিচয়ে ডাকাতি

রূপসী বাংলা ২৪.কম
জানুয়ারি ২০, ২০২৪ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এবার ডাকাত দল ইউপি সদস্য পরিচয় দিয়ে এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি করেছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়িতে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়ির সেনা সদস্য ফারুক হোসেনের ঘরে ডাকাত দল স্থানীয় মেম্বার তথা ইউপি সদস্য এসেছেন বলে দরজা খুলতে বলে। ফারুক হোসেনের পিতা আবুল কালাম সরল বিশ^াসে দরজা খুলে দিলে ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম ও তার স্ত্রীর হাত-পা বেঁেধ ফেলে। পরে ঘরে থাকা আলমিরা ও শোকেচের তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল এবং নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময়ে বাইরে থেকে দরজার সিটিকিনি আটকিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: