চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে সিএনজি অটোরিকশা-অটোবাইক-বাস সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে। রোববার সকাল ১১টায় বাবুরহাট বাজারের দক্ষিণে প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুরগামী জৈনপুর পরিবহন বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও অটোবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে বাসের কোনো ক্ষতি না হলেও সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
সিএনজিতে থাকা ৪ যাত্রী মারাত্মক আহত হন ও সিএনজি অটোরিকশার চালক গাড়ির ভেতরে আটকে যায়। প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ীদের চেষ্টায় চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।
এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানজটমুক্ত করে এবং ঘাতক বাস দুর্ঘটনা কবলিত সিএনজিকে জব্দ করে।
এ সময় বাজারের ব্যবসায়ীগণ বলেন, বাবুরহাট বাজার এলাকাটি খুবই ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এখানে রাস্তার দুপাশে ও বাজারের প্রবেশমুখে এলোপাতারিভাবে ভ্রাম্যমাণ ভ্যানের দোকান, রিকশা, সিএনজি অটোরিকশা রাখার কারণে প্রতিনিয়ত যানজট ও ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলছে।
এছাড়াও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ছুটি হলে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে রাস্তা পারাপারের জন্য সড়কে গতিরোধক না থাকায় বেপোরোয়াভাবে গাড়ি চলাচল করছে।
যানজট নিরসন ও বিশৃঙ্খলা এড়াতে চাঁদপুর পুলিশ সুপার ও পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন বাবুরহাটবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।