দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করে। ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি নির্বাচন চলাকালে উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের পাটওয়ারী বাজারে এবং টোরা মুন্সিরহাট এলাকায় পুলিশের গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। ভাংচুরকৃত পুলিশের গাড়ি নম্বর ঢাকা মেট্রো-ঠ ১৪-৩২৪২। এই ঘটনায় গত ৮ জানুয়ারি সোমবার ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল এবং এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। আসামী অজ্ঞাত। দায়িত্বে অবহেলার অভিযোগে ফরিদগঞ্জ থানার এসআই জামাল হোসেনকে ক্লোজড করে নিয়ে যাওয়া হয় বলে অফিসার ইনচার্জ এই প্রতিনিধিকে জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীফ মন্ডল জানান, নির্বাচন চলাকালে সময় দুর্বৃত্তরা বেআইনিভাবে পুলিশের গাড়িতে হামলা, ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশের গাড়ি ভাংচুরের অপরাধে দুটি মামলা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে এসআই জামাল হোসেনকে ওইদিনই ক্লোজ করা হয়। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।