গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির বিশাল একটি অংশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শওকত আখন্দ আলমগীরের সভাপতিত্বে ও চাঁদপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস খানের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ টুলু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, পৌর যুব সংহতির সভাপতি হারুন গাজী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ইসমাইল মাঝি, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দকে নানা বিষয়ে অভিযুক্ত করে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মূল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী দলীয় মনোনয়ন পেয়ে দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না করা, দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করাসহ নানা বিষয়ে অভিযোগ করে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন প্রার্থীর পক্ষে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে তারা সাফ জানিয়ে দেন।
এ সময় বক্তারা দলের মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এবারের নির্বাচনে সাধারণ জনগণের কাছে দলকে প্রশ্নবিদ্ধ ও দলের সম্মানহানি করার জন্যে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের পাশ কাটিয়ে চলার অভিযোগ করেন। শুধু তাই নয়, দলের মনোনয়ন পাওয়া থেকে এ পর্যন্ত দলের কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের যোগাযোগ করেননি। এমন কি আজ পর্যন্ত কোনো সভা বা মতবিনিময় সভা পর্যন্ত না করার অভিযোগ করেন।
বক্তারা আরো বলেন, আমরা যেহেতু রাজনীতি করি, তাই রাজনীতির স্বার্থে আমরা ঘরে বসে থাকবো না। নির্বাচনের দিন নৌকার পক্ষে কাজ করার দৃঢ় শপথ ব্যক্ত করেন নেতা-কর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।