ঘন কুয়াশার কারণে চাঁদপুরের নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এখন প্রতিদিনই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে মেঘনা ও ডাকাতিয়া নদী। ফলে নৌযান চলাচলে ভোগান্তি বাড়ছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ হয়ে থাকছে ফেরিসহ নৌযান চলাচল। অপরদিকে সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে প্রতিদিনই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ঢাকা-চাঁদপুর ও দক্ষিণাঞ্চল রূটের লঞ্চগুলো ঘন কুয়াশার কবলে পড়ে চলাচল বন্ধ রাখা হচ্ছে। রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গত দুদিন চাঁদপুরে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন নৌযান চালকরা।
২৭ ডিসেম্বর বুধবার ভোর ৫টা থেকে চাঁদপুর-শরিয়তপুর রূটের ফেরি চলাচল ৩ঘন্টা বন্ধ রাখতে হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী।
তিনি বলেন, এ রূটে ৫টি ফেরি চলাচল করছে। বুধবার ভোর রাত থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরূটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।
চাঁদপুর নৌ বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, কুয়াশায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে আগে থেকেই চালকদের সর্তকীকরণ বিষয়টি অবগত করে নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।