ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

মধ্যরাতে জুট মিলে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয় ক্ষতি

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মালামালসহ প্রায় ১৫৫টি মেশিন পুড়ে গেছে। ২৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় অবস্থিত জুট মিলে এ দুর্ঘটনা ঘটে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুরো আগুন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াসিফ খান। তিনি জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাকে কল দিয়ে জানায় মিলে আগুন লেগেছে। পাটের মালামাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে এসে দেখি আগুনে মালামালসহ মিলের ১টি সাপনার, ২টি ব্রেকার, ২টি টিচার কার্ড, ৫টি ড্রইং, ৮টি স্পিনিং, ৩টি রোলার, ৩০টি পিসিশান, ২টি টুইস্ট, ৬৫টি তাত, ১০টি রিপেয়ার তাঁত, ১টি বৈদ্যুতিক সাব স্টেশন, ১টি জেনারেটরসহ প্রায় ১৫৫টি ছোট বড় মেশিন কমবেশি পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০/৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিলের নামে অগ্রণী ব্যাংক শেরাটন শাখায় ২০ কোটি টাকার ঋণ রয়েছে। এ দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: