চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কর্তৃক পর্নোগ্রাফি মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বিপিএম, পিপিএম-এর দিক নির্দেশনায় ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, চাঁদপুরের তত্ত্বাবধানে সোমবার (২৫ ডিসেম্বর) হাজীগঞ্জ থানা এলাকা হতে এজহারনামীয় আসামী মোঃ আরিফ হোসেন (২৪)কে গ্রেফতার করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের এসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা এলাকা হতে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামী মোঃ আরিফ হোসেন (২৪) (পিতা-বিল্লাল হোসেন, মাতা-মোসাঃ রাবেয়া খাতুন, সাং-কোন্দ্রা, মাইজের বাড়ী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর)কে হাজীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-২৫/১২/২৩ খ্রিঃ ধারা-২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)/৮(৩)/৮(৭) মোতাবেক গ্রেফতার করেন এবং তার নিকট হতে একটি মোবাইল সেট জব্দ করেন।
উল্লেখ্য যে, উক্ত আসামী অজ্ঞাতসারে অত্র মামলার বাদী ও বাদীর স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে তা বাদীর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে বাদীর নিকট থেকে টাকা দাবি করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত