হাজীগঞ্জের বাসিন্দা, রাজধানীর কিডনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শেখ মঈনুল হোসেন খোকন গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত তিনি ঢাকার মিরপুরে তাঁর শ^শুরের বাসায় ছিলেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বাসাতেই রয়েছে বলে জানা গেছে।
হাজীগঞ্জ বাজারস্থ বিসমিল্লাহ হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক হাসপাতালের স্বত্বাধিকারী শেখ তোফায়েল আহমেদ জানান, তার ছোট ভাই ডাঃ শেখ মঈনুল হোসেন খোকন তার হাসপাতালে চেম্বার করতেন। মূলত তিনি রাজধানীর কিডনি হাসপাতালে কিডনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
গত শুক্রবার বিকেলে তিনি তার শ্বশুরের বাসায় ছিলেন। ঐদিন বিকেল থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ডাঃ শেখ মঈনুল ইসলাম খোকনের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
শেখ তোফায়েল আহমেদ জানান, তার চিন্তায় আমরা অসুস্থ। এই তিন দিন আমরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে কোনো হদিস না পেয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকার মিরপুর থানায় নিখোঁজ ডায়েরি করতে যাচ্ছি।
সজ্জন, ব্যক্তিত্বসম্পন্ন ও ভালো মানের চিকিৎসক হওয়ার কারণে ডাঃ শেখ মঈনুল হোসেন খোকনের নিখোঁজের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। তাঁর নিখোঁজের খবরটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান যে, এই চিকিৎসক ঢাকা থেকে নিখোঁজ রয়েছেন, সেখানেই ডায়েরি বা অভিযোগ করবে বলে শুনেছি। তবে এ ব্যাপারে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।