ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

১৮ ডিসেম্বর সোমবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়া ৫ প্রার্থী হলেন : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (নৌকা), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া (লাঙ্গল), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান সিআইপি (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মোঃ মনির হোসেন বেপারী (একতারা), সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাছান আলী শিকদার (মশাল)।
এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর-২ আসনে ৭ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এবং ১৭ ডিসেম্বর রোববার জাকের পার্টির দলীয় মনোনীত গোলাপ ফুল প্রতীকের ওবায়েদ উল্লাহ মোল্লা মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: