স্বেচ্ছাসেবী সংগঠন একে পাটওয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ভাটিরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ ক্রীড়ানুষ্ঠানে শিশু, কিশোর ও নারীরা অংশগ্রহণ করে।
মহান বিজয় দিবসের দিন শনিবার (১৬ ডিসেম্বর) ফরিদগঞ্জে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা ১৯৭১ সালে দেশকে রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বেঁচে ফিরবো কি না সন্দেহ ছিলো। আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে রয়েছি। নতুন প্রজন্মের কাছে একটিই চাওয়া, স্বাধীনতার সূর্যকে কোনো অপশক্তির হাতে তুলে যেনো না দেয়। কারণ যাদের জন্ম ক্যু দিয়ে, তারা কখনো দেশের জন্যে ভালো কিছু করতে পারে না। বিজয়ের এইদিনে আমাদের শপথ নিতে হবে, অপশক্তির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আলী মজুমদার, ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, জেলা ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, আফসার হোসেন, সজিব হোসেন, দীনেশ চন্দ্র দাস, সুজন চন্দ্র সাস, নাঈম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পাল, তানিয়া আক্তার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।