ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ডাঃ আব্দুল হাই আখন্দের দাফন সম্পন্ন

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ১৮, ২০২৩ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুল হাই আখন্দের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার বাদ জোহর চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ পশ্চিম শ্রীরামদীতে নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, মুসল্লিগণ ও মরহুমের সকল পর্যায়ের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মরহুমকে শেষ বিদায় জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ আব্দুল হাই আখন্দ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ের জনক।
ডাঃ আঃ হাই আখন্দ দীর্ঘ ২ যুগেরও অধিক সময়ে চাঁদপুর পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও চাঁদপুর জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি জেলা বিএমএ-এর বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুরের প্রথম চিকিৎসক, যিনি দীর্ঘ সময় কাতারে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দেন। এছাড়া তিনি পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: